হরি মটর
গঙ্গা পার।
খালি পেটে
শুদ্ধাচার ।।
দিনগত
পাপক্ষয়।
খালি হাতে
রাজ্য জয়।।
কষ্টে মন
দু-এক গ্লাস।
ছ্যাঁদা পকেট
ধনতেরাস ।।
খাঁচা ছাড়া
আত্মা রাম।
ভোটে জোট
তুলকালাম ।।
বিদ্যে নেই
অমনিবাস।
ভ্যান গাড়ি
মাল খালাস ।।
বিশ্বাসের
আস্থা নেই।
ভয় করে
ভরসাকেই ।।
কাজই নেই
ব্যাস্ত দিন।
কপচে যায়
মার্ক্স-স্তালিন ।।
গামছা গায়
মালকোঁচা।
সুন্দরীর
নাক বোঁচা ।।
দাবীদারের
মুখ বেজার।
মাধুকরী
রাজ রাজার ।।
বুজরুকি
ভরা বেশ।
ধন্য রাজার
পূর্ণ দেশ ।।
জন্মে থেকে
এই বরাত।
খুঁড়ে খুঁড়ে
দণ্ডবাত ।।
ঘুচে গেছে
সখ আহ্লাদ।
হাসি মুখে
হাসনাবাদ ।।
ঘেঁটে গেছি
পুরো চাপ।
ব্রিটিশও বলে
বাপরে বাপ ।।
পুরোটাই
ডামাডোল।
বল হরি
হরি বোল ।।