আজ এই রং, কাল ওই রং
মাখামাখির ভিড়ে সেজেছি সং
কাল সেখানে আজ এখানে
লাজ নেই তাই ঘুরছি লোকের বাগানে
জামা পাল্টাই আজ-কাল-পরশু
কে কি ভাবল বয়ে গেছে, ওরা সব পাগলাদাশু
পোশাক যদি আছে তো ভাল, না আছে তো আরও ভাল
কাচা ধোয়ার নাইকো জ্বালা, না জমবে ময়লা ধুলো
খুন-ডাকাতি যাই করি মাফ সব মোদের
পরেছি যে জামা রাজার আর কে চায় তোদের
তোরা দিয়েছিস সম্মান, মাথায় করে রাখিস আমাদের
সেসব হয়েছে জলভাত, এখন দোকানে চট জলদি পালটে ফেলেছি খদ্দের
প্রতিদিন করব নাচন, তোদেরই রোজগারেতে
আটকাতে পারিস তো আটকা, নিভিয়ে দেব শেষরাতের সলতে
বেশ জমেছে মজা, লুটছি দু- হাতে
এ হাত ভরছে, ও হাতে পাচ্ছি, খালি থাকছে না দুই ভায়েতে
লড়ে মর তোরা ধর্মের নামে, রক্ত তোদের সস্তা
টাকা আজ আমার হাতের ময়লা, তোরা ভেবে ভেবে পস্তা
চকমকে বাড়িতে রয়েছি, উপরে চলছে এসি
আমার পায়েতে পরলে ভাল, নয়তো অনেক পাবি বিষের শিশি
খেয়ে মর, তাতে কম্ম জোটাব, আর কি চাই বল
বেঁচে শুধু পাবি, যাতনা আর লাথি, আর অশিক্ষার জাঁতাকল
রেঁধে রেখেছি এই শ্রী, ওই শ্রী, বিশ্রী লাগছে তোদের ঘ্যানঘ্যানে দাবীর ঠ্যালা
"ওলটপালট" - করা না করা এসবই তো মোর যাত্রাপালা ।