(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রার্থনা' কবিতার প্রতি ক্ষুদ্রাতিক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য )


নারী যেথা ভয়শূন্য, জনগণ নয় বধির
বায়ু যেথা জীবাণুমুক্ত , যেথা সুশাসন নয় প্রতীক্ষায় অধির
নিজ পরিধিতলে যেথা রবি দিবাকর তথা নজরুল শশী
ধর্ম - জাতি ভেদাভেদে যেথা কেহ ধরে নাকো অসি
ধনী গরীব মধ্যবিত্ত - সকলের সমান বিচার যেথা
কর্মহীনে কর্মদান নিত্যকর্ম সেথা
তব করুণাধারা বর্ষণে হে সর্বশক্তিমান বিধাতা
নবভারত নির্মাণের তরে তুমিই হও ত্রাতা।