গায়ে তেজী পোশাক চড়িয়ে
দিন যাচ্ছে বেশ গড়িয়ে
কাজ নিজের শুধুই উৎকোচ
আর সকালেই সাটাচ্ছি চায়ের সাথে ডিমের পোচ
সমাজ যাক না রসাতলে
আমার নিজের দোকানটা তো ঠিক চলে
দাদাগিরি করি বনে-রাস্তায় কিংবা দোকানে
কেউ না ডাকলেও পৌঁছে যাব সেখানে
অথচ আগেভাগে পেয়েও চুরি-ডাকাতি অথবা খুনের খবর
যাব সেখানে 'উপরওয়ালার' অঙ্গুলিলেহনে আসামী পালাবার পর
নারীর মর্যাদা আজ যত্রতত্র লুণ্ঠিত, অবহেলিত
অসহায় জনগণ অসামাজিকদের চোখরাঙ্গানিতে সদা - কম্পিত  
রাতের রাস্তা শুনশান নয়তো গুন্ডা বা বখাটেদের ঠ্যালায় শঙ্কিত
উপর্যুপরি অন্যায় আর অবহেলার পর জনগণ আমাদের দ্বারাও শোষিত
রক্ষক নিজেই ভক্ষক হয়ে যখন কামড় বসায়
সমাজ সুশাসন দাবী করে কিসের আশায়?