সময় অতীত হয়েছে, বহু যুগের ইংরেজ শাসন গত হয়েছে
শহীদদের বলিদানে, রক্তমাখা মানুষের সংগ্রামে বহুদিন দেশ স্বাধীন হয়েছে ।
তবু যদি দেখি তাকিয়ে
দেখব, আজও ভারত রয়েছে মুখ লুকিয়ে
এত শহীদের আত্মোৎসর্গ বৃথা কি তবে ?
তলিয়ে যাবে যুগের অতল তলে কে জানে কবে
স্বাধীনতার ৫০ পেরিয়েও
লড়াই, ভাইয়ে-ভাইয়ে হানাহানি বন্ধ হয়নি এখনও
একসময় পরিবার ছিল একসাথে বাঁধা, এসব এখন অচল প্রথা  
এখন হয়েছে আলাদা আলাদা গাঁথা
হিন্দু-মুসলিম হানাহানি বন্ধ হয়েছে কি ?
না, দেশপ্রেমিকের লড়াই, বলিদান নিছক মিথ্যা তবে কি ?
গরীবেরা আজও গরীব, ধনীদের পদতলে
তারা কি চিরদিনই রইবে কালের কপোলতলে
দেশনেতাদের বক্তৃতা কি শুধুই ভোটের আশে
দাঁড়াবে কি তারা কোনদিন দেশের, দশের পাশে
প্রশ্ন রইল মোর, সকলের তরে
এই স্বাধীনতা কি চেয়েছিনু মোরা এত সংগ্রাম করে
যাই বল ভাই, বলতে বাধ্য হই আবারও তাই
স্বাধীন ভারত গড়তে গেলে এখনও অনেক সময় চাই
সকলে মিলে একসাথে যদি করি অঙ্গীকার
যে ভাবেই হোক করব স্বাধীন মোদের দেশ, করব না পরাজয় স্বীকার।