নীরবে দেখিছে তোমার কর্ম একজন
লিখিতেছে সে সব নিখুঁত বিবরণ
আগের জন্মের কর্মফল ভোগের চিন্তা থাক
ইহজন্মের কার্যসিদ্ধি আগে হয়ে যাক
রক্ত যদি ঝরাইয়াছ জেনে রাখ তুমি
ওই দাগে একদিন রাঙ্গিবে তোমারও জমি
সম্পর্ক দেখিতে ভালো, মানা বড় দায়
কে বা আপন, কেই বা পর, কেমনে বুঝিব, কিই বা আছে উপায় ?
ওরে পাপিষ্ঠ, তুই যতই আস্ফালন করিস, তবু তুই ক্ষুদ্র
ভাগ্যের পরিহাসে তোরই প্রাসাদ গ্রাস করিল আজ কালসমুদ্র ।