সাগরের মাঝে আমি যেন একা
চলতি হাওয়ার পরিপন্থী
ভাসতে ভাসতে হয়ে গেল দেখা
তুমি আমি যেন একই গ্রন্থী
জলে নামতে নাইকো শেখা
নইকো আমি নরমপন্থী
সবার অলক্ষ্যে হাতছানি দিয়ে ডাকা
চারিদিকে কত মন্ত্রী সান্ত্রী
হঠাৎ খেয়াল এল আমি শুয়ে একা
রোদের ঝলকানি যেন কোন ষড়যন্ত্রী ।