আমরা যারা মধ্যবিত্ত;
ইংরেজি বছরের বিশেষ দিনেও,
হইনা তেমন একটা মত্ত।
হয় না কোনো পঁচিশে ডিসেম্বর পালন।
হয়না কোন থার্টিফাস্ট ডিসেম্বর নাইট পার্টি।
ইংরেজি বছরের প্রথম দিনেও,
কাটে আর পাঁচটা দিনের মতোই।


আমরা যারা মধ্যবিত্ত;
তাদেরও মনে হয়,
পার্ক স্ট্রিটের ঐ আলোর রোশনাই গা ভাসাই।
মনে হয় হইহুল্লোড় করে,
শহুরে বাবুদের মত পিকনিকে যাই।
চমকে উঠে,ঘুম ভাঙ্গে,বুকে লাগে;
পরক্ষণেই মনে পড়ে,
আমি এক বেকার সন্তান!


দীর্ঘশ্বাসেরা বলে ওঠে;
আর কতদিন কাটবে এভাবে,
ক্লান্তি বিষাদ পূর্ণ জীবন?
বদ্ধদম রুদ্ধশ্বাস;
দিনে দিনে বাবা-মার
কষ্ট করছে আমায় গ্রাস!


মনে হাজারো ইচ্ছে,বুনছে হাজারো স্বপ্ন;
এখনও আসেনি আমার বাবুয়ানি জীবন।
আজ আমরা বেকার যারা,
সময় আর পরিস্থিতির কাছে বেকায়দায় পড়েছি ধরা।
সমাজ বোঝেনা তা;
বলে ওঠে,বাবুয়ানা নাকি বেকারদের মানায় না।
সাদাভাতেই অল্প মাংস,
আর পছন্দের একটা পদ হলেই বড্ড আনন্দিত।
কারণ, আমরা মধ্যবিত্ত!