মেয়েদের নিয়ে যখন এত লেখালেখি;
তুমি তখন মোমবাতি হাতে প্রতিবাদী।
প্রতিবাদ যখন এত বাড়াবাড়ি;
তাকেই নিয়ে করো একসময় কাড়াকাড়ি।
দলে থাকলে বহু রূপ তোমার;
তখন মেয়েরা তার শিকার।
রাত্রে বাড়ি ফেরার সময় মেয়ে যখন একা;
তখন বাড়ে তোমার লালসা।
বাড়িতেও আছে তোমার মা-বোন;
অন্য মেয়েকে কর কি করে ধর্ষণ?
তখন কি কাঁপেনা বুক;
বাঁধে না বিবেক?
নীরব প্রতিবাদের নেই কোনো প্রয়োজন;
যদি দাঁড়াও এসে অসময়ে তখন।