গাছে থাকে, ইঁদুরের ন্যায়-
কাঠবেরালি তকমা,
মাছ খেকো উদ বেড়াল কেন
জলবিরালি হয়না?


কাঠে থাকে কাঠপিঁপড়েরা,
ফোকরে কাঠ ঠোকরা।
ভোলা পিঁপড়ে কি পড়া ভুলে যায়?-
ভাবছে বসে ময়না-


মাছরাঙা যে পাখিটার নাম,
মাছে কি সে রঙ দেয়?
পানকৌড়ি পাখিরা জলে
পান খুঁজে কি ডুব দেয়?


জানতে চাইলে "বোকা" বলে
সবাই এড়ায় তাকে !
প্রশ্নগুলো মনের মাঝে
উঁকি দিয়ে ডাকে।