আলো, তোর গায়ে অপরূপ নরম আলো --
তোর সারা শরীরে এক আকাশ আলো,
সারা শরীর জুড়ে অপার্থিব আলো ছড়িয়ে পড়ছে,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি;
আলোর আভা চোখ জুড়িয়ে দিচ্ছে, চোখ পুড়িয়ে দিচ্ছে।
দু'চোখ ভ'রে দেখছি শুধু তুই আলোয় মাখা দেবী--
এক আকাশ রোদ্দুর কেমন ভাসিয়ে দিয়েছে,
তোর মাথা থেকে সারা শরীরে ছড়িয়ে, জড়িয়ে গেছে।
তোর মাথা থেকে, কপাল থেকে,
গাল, চিবুক, ঠোঁট থেকে, সারা শরীর  থেকে,  
কেমন অপার্থিব আলোর আভা ঠিকরে বেরোচ্ছে--
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
ইচ্ছে করে, আমিও এক চিলতে রোদ্দুর হয়ে--
তোর মাথা থেকে সারা গায়ে ছড়িয়ে পড়ি;
আমি আমার আলোয় তোকে ভাসিয়ে দিয়ে
নিজেও ভেসে গিয়ে, আলোর ঝর্ণা হয়ে ঝরি।।
                  ~~~~~●~~~~~
চুঁচুড়া,
৩০/১১/২০২২