কি চাই আমি? জানো?
ভেবে দেখেছো কোনোদিন?
চোখে মুখে শুধু হাসি আর
কৌতুকে বুঝেছো আমায়,
চোখের তারার গভীরে চোখ রেখে
খুঁজেছো কি কোনোদিন?
দেখোনি চোখের ভিতরে রেটিনায়
কি সে ছবি ভাসে অনিবার;
মাথার ভিতরে মন, তারও ভিতরে
অতি গোপনে, কি আমি রেখেছি যতনে?
হাসি আর মজা সব নয়,
তারও ভিতরে কিছু রয়
অতি সংগোপনে;
আমার রাতের আকাশে বহু নক্ষত্রের ভীড়,
তারই মাঝে খুঁজে পাই তোমায়,
অনেক মানিকের মাঝে উজ্জ্বল প্রভায়।
       ~~~~★~~~~
২৪/০১/২০১৭, কালনা