আমি চোরের মত চাইনি তোকে করতে হরণ,
আমি বন্ধু হতে চেয়েছিলাম, আমার ক্লান্ত চরণ
তোর উছল পদক্ষেপের সাথে মিলিয়ে নিয়ে
এক ছন্দ বদ্ধ সঙ্গীতের সুর-আবেশ দিয়ে
কর্মব্যস্ত জীবনটাকেও হাসির ধারায় ভাসিয়ে
দিয়ে, ভাসমান সে সময়টাকে দুহাত দিয়ে জড়িয়ে
ধরে, কিছু আনন্দ, কিছু হাসি দিতে চেয়েছিলাম।


বাতায়ন তলে আসে রোদ্দুর, মধ্যাহ্নের তাপ,
সেই আলোর সাথে ছড়িয়ে পড়ে হাজার অনুতাপ
আমার, সেই তাপের মাঝে আটকে থাকে জীবন।
সেই আসা-যাওয়া-কাজের মধ্যে জীবন ধারণ--
রোজকার এই বাঁধা গতে টান দিয়েছি অরূপ টানে,
চেয়েছিলাম নিত্য দিন জীবন ভরুক আনন্দ-গানে।
সে সুর আমার মিললো না তোর বীনার সুরে --
সুর হারানো অ-সুর আমি, তোর পথের থেকে বহুদূরে।।
                  -----●-----
কালনা, ১৭/১০/২০১৭