একটি নিমেষ এসেছিলো একদিন
নিশীথ যামিনীতে, বালুকাবেলায়;
সাথে ছিলো তোমার মিষ্টি হাসি,
সেই নিমেষখানি গেছে অবহেলায়।


ফাগুন রাতে সাগর সমীরন
এসেছিলো না জানি কোথা হতে,
ওষ্ঠ আমার রাঙিয়েছিলে সখী;
হাতদুটি মোর ছিলো তোমার হাতে।


সন্ধ্যা-প্রদীপ হয়নি তখন জ্বালা,
সামনে মোদের উছল সলিল-ধারা,
একটি নিমেষ পুড়িয়ে দিলো মোরে-
একটি নিমেষ করলো নিমেষহারা।


১১/০৫/২০১৬;
কালনা।