কত ব্যর্থ সন্ধ্যা, কত নিঃস্ফলা রাত্রী
পেরিয়ে পেয়েছি তোমায় শারদ-প্রাতে,
মরুভূমি মন শুধু মরীচিকা দেখে চোখে;
তবুও কেন চায় বারে বারে হারাতে?


বুকে প্রবালের দ্বীপ এখনো রাঙা হয়ে আছে,
ঝিনুকের খোল খুলে মুক্তো খুঁজে বেড়ায় –
এখনো জমে থাকা শ্যাওলার স্তূপে
জলের প্রাণীরা ঘুরে ঘুরে খুঁটে খুঁটে খায়।
আকাশের আলো হেথা ক্ষীণ হয়ে আসে
গভীর জল-তলদেশে, আঁধারের আহ্বান,
বালি আর পাথরের খাঁজে খাঁজে
এখনো খেলা করে কত শত শত প্রাণ।


ব্যর্থ সন্ধ্যা, নিঃস্ফলা রাত্রী শেষে তুমি এসে
সফল কর জীবন, শেখাও নতুন করে গান।
                   ---০---
কালনা, ২৪/০৯/২০১৩