কোনোদিন একদিন যদি ব্যস্ততা ম্লান হয়ে আসে,
পড়ন্ত বিকেলের গোধূলিতে, বা বিকেলের শেষে
পাতা-ঝরা সন্ধ্যায়, যদি মনে পড়ে গো আমায়--
সেই ক্ষনে ডেকো মোরে, দু-দন্ড কথা হবে দু'জনায়।


সেই দিন জীবনের প্রান্তে, অনাবিল হবে অবকাশ,
পিছুটান কিছু আর না রবে, নির্মল হবে প্রাণাকাশ।
কোলাহল রবে না যে আর, মোরা দুই বসে পাশাপাশি
বিকেলের আলো মেখে গায়, প্রাণ খুলে হবে হাসাহাসি।


ঝিম-ধরা সেই চার চোখে, জীবনের যত কলরব
ম্লান হয়ে যাবে সেই ক্ষণে, ভাসমান হবে স্মৃতি সব।
আজকের এই ব্যস্ততা, সেই ক্ষণে আর রইবে না,
পাশাপাশি দুটি বুড়ো-বুড়ি, দু'জনেই খুব চেনা জানা।


পাতা-ঝরা সেই সন্ধ্যায়, গোধূলির শেষ আলো মেখে,
বাকি কথা সব বলা হবে, দু'জনের চোখে চোখ রেখে।
যদি ব্যস্ততা ম্লান হয়ে আসে, সেই বিকেলের শেষে--
দু'জনায় কথা ঠিক হবে, দু'জনকে আরো ভালোবেসে।।


চুঁচুড়া; ২২/০৮/২০১৯