মনটা আমার উদার বড় ?
উদার আমি !? মনের দিকে ?
খাঁচায় থাকা মনটা আমার
উদার হলো কবে থেকে ?


ক্লান্ত আমি, একই রকম
দানা-পানি খেতে খেতে;
ফাঁক দিয়ে ওই সোনালী রোদ
ডাকে আমায় হারিয়ে যেতে ;


হারিয়ে যাবো ? নিরুদ্দেশে ?
অতো কি আর উড়তে পারি ?
কয়েক শতক খাঁচায় থেকে
শরীর যে গো বিষম ভারী !


তবুও আমি মনে মনে পেরিয়ে যাই
তের নদী - সাত সমুদ্র - তেপান্তর !
মেঘের দেশে ঘুরে আসি ছড়িয়ে ডানা--
দেখে এলাম মেঘপরী দের ঘুমের ঘর ;


তারা আমায় বাসলো ভালো,
ডাকলো ঘরে আদর করে--
ঘুমের পালক ছুঁইয়ে গায়ে
রাখলো মাথা কোলের পরে;
      -------0-------
08/12/2015
কালনা