রজনীর গভীরতম প্রান্তে-
বোধ শূন্য, জ্ঞান শূন্য মনুষ্যের দল
আপাত শব-এর মত স্থির হয়ে থাকে;
শয্যায় বা চেতনার কবরে।
আলেয়ার মত বিপ্লব, ক্ষনিকের আলো
নিয়ে সাথে পথভ্রষ্ট হয়ে মাথা কুটে মরে।
হাজারে হাজারে প্রাণ ক্ষুধায়
বন্য শেয়ালের মত ঝোপের আড়ালে
ওঁৎ পেতে থাকে, তপ্ত ধরার তৃণ পীত হয়
শ্বাপদের হিংস্র নিঃশ্বাসে, লোলুপতার গরলে।
ফুলের পাঁপড়ি থেকে হায়, প্রেম মুছে যায়,
নীল বৃন্ত থেকে পরাগের চিহ্ন ম্লান হয়ে আসে;
কীট পতঙ্গেরা ক্লীব হয়ে বসে থাকে সবুজ
পাতার নীচে, অথবা কোটরে---
বোধ শূন্য, জ্ঞান শূন্য --
নিশ্চিন্ত শয্যায়, মৃত চেতনার কবরে।।
                -------◆-------


কালনা, ০১/১০/২০১৭