আকাশের শোভা হয়ে অসংখ্য তারা
ভীড় করে রয় ওই ছায়াপথে যারা--
অবিরাম তাপ-আলো বিকিরিত করে
রাতের আকাশ দেখো রাখে ওরা ভ'রে;


তারাও সবশেষে মরে একদিন ---
অন্তরের দাহ্য-বাষ্প হয়ে এলে ক্ষীন
পরিণত হয় তারা কৃষ্ণ-গহ্বরে ---
অমিত জ্যোতিষ্ক হারায় গাঢ় অন্ধকারে;


কবি মরে অন্তরের ছন্দ ফুরালে,
মিশে যায় সাধারন সংসারীর দলে,
অতীতের কবিতারা আর্তনাদ করে -
কবি হারিয়ে যায় ধীরে বদ্ধ সংসারে
                 কৃষ্ণ-গহ্বরে --
       ------★-----
১২/০২/২০১৬
কালনা