নাহয় আমি হারিয়ে গেছি,
নাহয় মরেই গেছি ধরো--
স্বপ্ন দেখতে মানা তো নেই,
যদিও তাকে স্বপ্নবিলাস বলো।


স্বপ্ন গুলোই বাঁচিয়ে রাখে,
স্বপ্ন গুলোই জাগায়;
স্বপ্ন গুলোই ছুটিয়ে চলে,
মুলো ঝোলায় নাকের ডগায়।


স্বপ্ন দেখি এমন করেই,
কোথাও একটি নিমেষ পাবো,
পিছন থেকেই কোমড় তোমার
দু'হাতে জড়িয়ে ধ'রে রবো।


তোমার চোখে, তোমার ঠোঁটে-
আঁকবো দারুন সে আল্পনা;
তোমার চোখেও স্বপ্ন দেবো,
দেবো অসম্ভব সব কল্পনা।


তোমার চোখেও স্বপ্ন দেবো,
দেখবে স্বপ্নের জাল বোনা।
       ~~~~●~~~~
পথে পথে
০৫/১২/২০২২