রাত্রি গভীর হলে
মরে যাই আর এক রাত্রির কাছে ৷
সিঁথি ভাঙা চুলে যে বিরহ জেগে থাকে
সেও অপেক্ষা করে আর এক রাত্রির ৷
বিরহেও যে সুখ আছে, তা ভাঙি কেমন করে  ৷ বলো ৷