পালাতে চেয়েছ জেনেও ধরেছি
হাতের আঙুল, শাড়ির আঁচল ৷
ঘামের গন্ধের মতো বিষাক্ত হয়েছি আমিও ৷
প্রতিদানের তীব্রতায় মেঘ ফেটে বৃষ্টি আসবে এখুনি ৷
ঝুলন্ত ব্রিজে ইতিহাসের মূর্তির মতো দাঁড়িয়ে আমি
হোয়াইটনার দিয়ে ইতিহাস মুছে দাও
আমি পাথর হয়ে বৃষ্টি খেলা করি ৷