যতি চিহ্নে থেমেছি ৷
মন্দিরের ঘন্টা বেজেই চলেছে সারারাত;
মহাসমারোহ ৷ সারস বসেছে নিমগাছের মাথায় ৷
চুঁ-উ-উ কিত  কিত ৷ শেষ ঘরে এক পায়ে দাঁড়িয়ে
এবার লাফিয়ে গুটিতে পড়তে হবে ৷


হে অন্তর্যামী বলে দাও
কোথায় থামতে হবে আমায়
কোথা থেকে শুরু হবে মেঘের বিচরণ ৷


স্টিমারের জল কেটে পড়ে ঢেউয়ের কোলে ৷
শেষ ঘরে দাঁড়িয়ে
দম ফুরিয়ে এসেছে
হে অন্তর্যামী বলে দাও
কোথায় কতদূর লাফাতে হবে আমায় ৷


রেফ, হসন্ত, র-য়ের ফুটকির দৌড়ঝাঁপের মতো
এলোমেলো খেলাঘর ৷
হে অন্তর্যামী বলে দাও
কোন ছেদ থেকে শুরু হবে পাঠ ৷