অন্তর্যামীও সে কথা জানেনা
যে কথার সাক্ষী নেই কেউ
জাহাজ ডুবির মতো কেউ দেখে না উদগ্রিবতার সঙ্গে ৷
মরন যদি জীবনের শেষ সীমা হয়
আমি দাঁড়িয়ে মরনেরও পরে ৷


ভেসে চলে আজ হাজার শবের ভেলা এ রাঢ় বঙ্গে ৷