সন্তর্পণে
অতিসন্তর্পণে
ধীরে ধীরে দূরতম দ্বীপে
চলে যাই৷
হস্তরেখা যেমন করে
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয় ৷


আবার এসেছি ফিরে
কুশাসনে বসেছি ৷
ধান-দুল্পো-ফোঁটায় সেজেছি
মৃত শরীরের মত ৷


বহুমূত্র বেড়েছে বলে
মাঝে মাঝে অশরীরি হই ৷
এবার আলতাটুকু পরালেই পাচিত্তির হবে ৷


ইস্ ৷ এতো ভাইফোঁটা চলছে ......
বোস ৷ চিতাকাঠে শোয়ার আগে
তোকে একটা কবিতা উপহার দিই ৷