ভালবাসি তোমায়, হে প্রিয়!
আছো তুমি আমার খুশিতে আমার অবসরে।
ভাসাও আমায় কখনো ভালবাসায়, ঠোঁটে ফোঁটাও জয়ের হাসি।
আবার কখনো নিয়ে যাও চিন্তার রাজ্যে।
কখনো করি যুদ্ধ আনতে বিজয় তাইতো-
মন আমার হয় যে নিহত নানা আঘাতে।
কখনো হয় যে আমার মৃত্যু তবু আবার এগিয়ে যাওয়া-
নতুন উদ্দমে!
তুমি আমার এতো কাছের, আপন তাইতো;
করি অবহেলা প্রযুক্তির দুনিয়ায় করতে গিয়ে বিচরন।
সত্যি তুমিই শুধু আমার প্রিয়!
কখনো যাওনি ছেড়ে আমায়।
আজ প্রযুক্তি দুনিয়া নেই পাশে তবু আছো তুমি।
বলতে চাই ভালবাসি তোমায় হে! প্রিয়-
থেকো আমারি পাশে সঙ্গী হয়ে।
তুমি যে আমার "ভিডিও গেইম"!
ওয়ার্ড মাইন্ড আর জয়েন এবং ক্লেস গেইম।


               (কেমন দিলাম সবাইকে ভালবাসার মিষ্টি মুহূর্তের ভাবনায়
                নিয়ে গিয়ে এইরমভাবে "হায়রে কি ভাবলাম আর কি হলো"
                 অনুভূতিতে ইতি টানাতে। হা.....হা.... আমি ভিডিও গেইম  
                  খেলতে ভালবাসি। ইন্টারনেট যখন চলে যায় তখন গেইম
        আমার অনুভূতির সঙ্গী। ইন্টারনেট থাকলে তাঁর কাছে যাওয়াই হয়না)