ভুল হয় স্বেচ্ছায়।
ভুল হয় অনিচ্ছায়।
অনুভূতিতেও আসে যে ভুল-
কখনো সজ্ঞানে কখনো অবচেতন মনে।
কাছের, আপন আর পরিবারের মানুষ;
বুঝলে ভুল মন যে হয় বিষণ্ণ, লাগে অপরাধবোধ।
আছো যারা প্রাণের “কবিতা আসরের” কবি;
তারা কখনো “বুঝো না ভুল”;
যখন দেখবে তোমারি লেখা হয়েছে ব্যান্ড।
বাস্তবতা, নিয়মের কাছে আছে যারা মোডেটর;
দায়বদ্ধ করতে পালন নিজেদের কর্মটুকু।
নিজেরা রাখে যে তোমাদের জায়গায়,
অনুভব করে কতোটা লাগে খারাপ-
নিজের লেখা হলে ব্যান্ড।
“বুঝো না ভুল” –
লেখা দেবার আগে;
একটু নিয়ো দেখে-
আসরের নিয়মগুলো;
বাঁচাতে তোমারি লেখা ব্যান্ডের হাত থেকে!