বারিধারা যাচ্ছে ঝরে ক্লান্তিহীনভাবে-
আকাশের হৃদয় ভুবন থেকে।
সে কি শব্দ বজ্রপাতের সাথে নিয়ে বিদ্যুৎ রশ্মি;
শুনলে হৃদয় হয় যে কম্পিত ভয়ে।
বিদ্যুৎহীন ঘর হয়েছে যে আঁধার।
বন্ধ জানালা গিয়েছে খুলে;
হিমেল বাতায়ন আর বৃষ্টিধারা-
মন, অনুভূতিকে দিয়েছে ভিজিয়ে।
হাতে নিয়ে বৃষ্টিধারার পরশ-
বার বার দিচ্ছে ডুব এই মন;
অনুভূতির গহীনে!
বৃষ্টি, ঝড় আর হিমেল বাতায়নের সাথে-
ছন্দ মিলিয়ে ইচ্ছে করছে যেতে হারিয়ে।
সঙ্গী যে তুমি আমার।
হারাবে তো দুজন মিলে অনুভূতির গহীনে!
শিহরিত ঝড়ো কাঁপন-
ভাসাবে দুজনকে অনুভূতির বন্ধনে!