বসন্ত!
রঙ্গিন অলংকারে করেছে-
নিজেকে সজ্জিত প্রকৃতি।
এই বসন্তে আসে যে হোলি।
প্রকৃতি, মন যে দুলে উঠে হোলির উচ্ছ্বাসে।
রাঙ্গিয়ে দিয়ে যায় অনুভূতির পরশে-
প্রিয়জন প্রিয়জনকে হোলির রঙ্গে।
সেই পরশে মুখশ্রী হয় যে লাজে রাঙ্গা।
মনের মাঝে দিয়ে অনুভূতির শীতল অনুরণন।
আজো আঁখি বন্ধ করে-
অনুভব করি তোমারি প্রথম ছোঁয়া আমারি গালে;
হোলির রঙ্গে দিয়েছিলে রাঙ্গিয়ে আমার গাল!
সেই মুহূর্তে কিছুই হয়নি অনুভূত তবে-
স্মৃতির মুহূর্তে আজ সেই ছোঁয়া অনুভূত হচ্ছে আমার মাঝে।
ভেতরে বার বার হচ্ছে কাঁপন।
আজ অনেক দূরে থেকেও আপন হয়ে থাকলো-
তোমার প্রথম ছোঁয়া!