ছোট্ট প্রাণের স্পন্দন।
মায়ের গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠা।
কি করে সেই প্রাণ সারাদিন;
খুব জানবার ইচ্ছে থাকে প্রতিটি মায়ের।
ধীরে ধীরে "মা" দেখতে পায়-
ছোট্ট ছোট্ট "পা" যখন লাথি মারে; সেই অনুভূতি বর্ণনাতীত।
মা যখন ঘুমায়; প্রানটি হয়তো খেলা করে জেগে থেকে।
সেই প্রথম কান্না করে সবাইকে জানিয়ে-
পৃথিবীতে এসেই "মা" কে ছুঁয়ে দেয়া।
এই বন্ধন যে নাড়ি ছেড়া বন্ধন।
ছোট্ট ছোট্ট আঁখি মেলে চেয়ে থাকা-
ঘুমের মাঝে আপন খেলায় মত্ত, হেসে উঠা;
বার বার ইচ্ছে করে মুগ্ধ হয়ে সারাবেলা চেয়ে থাকতে।
প্রথম যখন শুনে প্রাণটি-
"মা" আর বাবার কণ্ঠ; অবাক চেয়ে থাকে মুখের পানে।
মাঝে মাঝে প্রাণটি ভীষণ অভিমান করে।
কখনো আবার কাঁদো কাঁদো মুখ করে।
মুহূর্তেই মন যে দেয় ভাল করে প্রাণের আপন খেলা।
মায়ের আদর কেমন করে বুঝে প্রানটি?
মায়ের একটু আদরের পরশে হেসে উঠে প্রাণ খুলে।
হাসি নিয়ে দেখতে থাকে মায়ের মুখখানি।
এই বন্ধন যে নাড়ি ছেড়া বন্ধন!