কবি!
হৃদয়ের ভাবনা, কল্পনা শব্দচয়নে করে বাস্তবায়ন।
কবি!
একটু বেশি আবেগী, আপন খেয়ালে তাঁর আনাগোনা।
কবি!
হৃদয়ের অনুভূতি কবিতার মাঝে করে অর্পণ।
কবি!
নিজের সৃষ্টিকে মেলে ধরতে চায় পাঠকদের কাছে।
……………
নবীন কবি!
যাদের মূল্যায়ন অনেক পাঠক করেনা কেননা-
কেউ লিখে তথাকথিত ছন্দে আবার কেউ লেখে ছন্দবিহিন।
তবে নবীন কবিদের;
নিজেদের হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে-
স্বাগত জানায় “কবিতার আসর” পরিবার।
ছায়া হয়ে আছেন সর্বদা-
ফারহাত আহমেদ, বিভূতি দাস, কবীর হুমায়ূন দাদাভাইয়ের মতো;
আরো অনেক প্রবীণ কবিরা-
যারা ভুল হলে বলে দেয়; করে বাস্তব সমালোচনা।
স্নেহ, মমতা আর ভালবাসা দিয়ে আগলে রাখেন-
প্রতিটি কবি সদস্যকে!
কবির হৃদয়ের অনুভূতির পাশে থাকে মিলে মিশে-
“কবিতার আসর” পরিবারের প্রত্যেক সদস্য।
কবি!
হৃদয়ের খুশি কিংবা বিষণ্ণতা মেলে ধরে কবিতা আসরের-
কখনো কবিদের আড্ডায়, নিজের কবিতা;
কিংবা অন্য কবিদের কবিতা পড়ে।
তাইতো কবিদের অনুভবে-
জায়গা করে নিয়েছে “কবিতার আসর”।
হৃদয় থেকে একান্ত প্রত্যাশা-
“কবিতার আসর” আরো বেশি নবীন কবিদের-
অনুভবে জায়গা করে নিতে পারে!