“পাষাণ হৃদয়ে ভালবাসার ছুঁয়া”


চৈত্র মাস; রোদের দাবদাহ!
শরীরে শুধুই ক্লান্তি আর অবসাদ; কোন কিছুই লাগেনা ভাল।
রক্তমাংসের মানুষ আমি তবে আমার মাঝে নেই কোন মনুষ্যত্ব আর অনুভুতি!  
কোনদিন পাইনি আমি বাবা-মায়ের ভালবাসা; তাই আমি আজ এক পাষাণ।
কোন বাবা-মায়ের সন্তান হারাবার হাহাকার আমার হৃদয়কে ছুঁতে পারেনা!
কিছু অর্থের বিনিময়ে তোমায় ছিনিয়ে নিয়েছিলাম তোমার মা-বাবার বুক থেকে;
তোমার সম্মানহানি করবো বলে!
সেইদিন তোমার আঁখিতে ছিল বাঁচবার অনেক আকুলতা তবু আমার মনকে পারেনি ছুঁতে।
তোমায় একটি ঘরে আটকে রাখলাম; রাত বাড়তে বাড়তে তখন ১টা।
আমি ঘরে ঢুকে যেই তোমার কাছে গেলাম করতে তোমার সম্মানহানি;
দেখলাম তোমার কোন সাড়া নেই;  তুমি অচেতন ছিলে!
আমি তোমার কপালে হাত দিয়ে অনুভব করলাম ভীষণ জ্বরে তুমি চেতন হারিয়েছো।
আমি সেই রাতে তোমার সম্মানহানি করতে পারিনি অজানা এক অনুভূতির কারণে!
আমি তোমার সম্মান অক্ষুণ্ণ রেখে ফিরিয়ে দিলাম তোমার বাবা-মায়ের বুকে।
সেইদিন তুমি চলে যাবার আগে আমার হাত স্পর্শ করে মিষ্টি করে হেসেছিলে।
প্রথমবারের মতো অনুভব করলাম কোন প্রেয়সীর ভালবাসা;
আমার এই পাষাণ হৃদয়ে;
পাষাণ হৃদয়ে এই ভালবাসার ছুঁয়া হোক আমার নতুন জীবনের উজ্জ্বল প্রদীপশিখা!