প্লাবিত বৃষ্টিধারা;
আসে না ফিরে।
দিন কিংবা রাতের;
একেকটি সেকেন্ড কিংবা মুহূর্ত-
আসে না ফিরে।
মনের সকল অনুভূতি নিয়ে;
ভালবাসার বন্ধনে জড়ানো মানুষটির সাথে-
কাটানো একটি সেকেন্ড একটি মুহূর্ত;
আসে না ফিরে; যায় যে হয়ে তা “অতীত”।
মুহূর্ত, স্মৃতি, ঘটনা থেকে যায় মনের ডাইরিতে।
মন যখন থাকে একাকী, পরিশ্রান্ত কিংবা;
বিরহে আচ্ছন্ন-
বার বার ফিরে পেতে চায় সেই মুহূর্ত তবু আসে না ফিরে।
সেই সবকিছু আসে ফিরে-
নতুন রূপে নতুন আবেগে কিংবা অতীতের;
সুখতম কিংবা বিরহের কাঁটা হয়ে মনের আঙ্গিনায়!