"তুমিবিহীন অস্তিত্বহীন"।
তোমায় ছাড়া হতো না পথচলা।
তোমায় ছাড়া -
হতো না বোঝা আবেগ, অনুভূতি;
বাস্তবতা, প্রতিবাদের সংজ্ঞা।
তোমায় ছাড়া -
জ্বলতো না জ্ঞানের প্রদীপ;
নিমজ্জিত হতো গভীর আঁধারে।
তোমায় ছাড়া -
কে হতো অনুভূতির সঙ্গী জীবনের!
........
মনের মাঝে জাগছে ভাবনা;
কে এই তুমি?
সেই তুমি যে হলে "লেখক"!
হয়েছে শুরু প্রাণের বইমেলা।
কবি, গল্পকার, উপন্যাসিক -
তারা যে এক কথায় "লেখক"।
তারা যদি দেয় বন্ধ করে কলম;
হবেনা তো বইমেলা।
যাদের কলমের স্পর্শে;
এতো উজ্জ্বলতা, অনুভূতি -
তাদের সৃষ্টি হোক না একবার;
নিজের কাছে রাখা!
শুধু কি গল্প, উপন্যাস -
কবিতাও তো বলে জীবন, অনুভূতির গল্প!