ছোট্ট একটি প্রাণ -
কেমন পরিবেশে জন্ম নিবে;
কেমন করে উঠবে বেড়ে -
সবটাই নির্ধারিত দিয়েছে করে বিধাতা।
কিছু মানবগোষ্ঠী-
যারা করে বসবাস;
আছি যারা আমরা মধ্যবিত্ত-
তাদের থেকে একটু নিচু শ্রেণীতে।
সন্তান তাঁদের হচ্ছে বড়-
কুড়িয়ে খেয়ে খাবার রাস্তা থেকে।
পোশাক কখনো কখনো থাকে ছেড়া।
তবু তাঁরা আছে বেঁচে -
করে জীবনের সাথে সংগ্রাম।
তাঁদের দেখলে সত্যি কষ্ট হয়।
তাঁরা অল্প পেয়েও খুশি!
তাঁরা চায়না বড়লোক আর মধ্যবিত্তদের -
করুনা- শুধু চায় সহমর্মিতা।
তাঁরা নয় করুনার প্রার্থী-
সহমর্মিতা পেলে;
তাঁরা পারে ঘুরে দাঁড়াতে!
তাঁদের জন্য-
মন থেকে হোক প্রার্থনা;
বিধাতার কাছে।
হোক দেয়া বাড়িয়ে সহমর্মিতার হাত!