মানবের অনুভূতি -
সুখ, দুঃখ, হাসি, কান্না, বিরহের;
আলো আঁধারি ছায়া।
সেই অনুভূতি-
যায়না প্রকাশ করা সামনের মানুষটিকে।
নিজের অনুভূতির সঙ্গীকেও;
কখনো কখনো যায়না বোঝানো।
কতো প্রাণ যায় যে মিশে -
রাতের আঁধারে নেশার ধোঁয়ায়।
শুধু চেয়ে চেয়ে দেখা হয় তাঁদের।
কিছুটা ভয়।
কিছুটা সহানুভূতি।
তবু আসেনা তাঁদের জন্য;
মনের অনুভূতির যন্ত্রনা।
.......
আমার তুমি।
তাইতো পারি না করতে সহ্য ;
তোমার যন্ত্রনা।
আমার ভালবাসার চেয়ে -
তুমি শান্ত যে হও নিলে নেশা।
আমার তুমি।
আজ তাইতো করছি অনুভব -
তাঁদের প্ৰিয় মানুষগুলোর যন্ত্রনা।
প্ৰিয়!
ভালো হয়ে এসো নেশা থেকে।
ভালবাসা নিয়ে তোমার প্রতীক্ষায়!