মিটমিট করে আঁখি মেলে একটি ছোট্ট প্রাণ।
গুটি গুটি পা, আধো আধো বুলি আর বাবা-মায়ের-
ভালবাসা পেয়ে বেড়ে উঠতে থাকে সেই প্রাণ।
এমন করেই আসে সেই প্রাণের-
শারীরিক আর মানসিক পরিবর্তনের সময়।
সেই সময়ে বাবা-মা চমকে যায় যখন বুঝে সন্তান তাদের এক বৃহন্নলা।
পরিত্যাগ করে সেই বৃহন্নলা সন্তানকে।
…………………
সমাজ আশ্রয় দিলেও প্রতিটি পদক্ষেপে সমাজ আর মানব-
বৃহন্নলাকে করে তিরস্কার, উক্তি হয় কটূক্তি, দৃষ্টি হয় বাঁকা।
কখনো কি ভেবেছে পরিবার আর সমাজ-
দায়ভার কার একজন বৃহন্নলা হিসেবে বেড়ে উঠবার!
সৃষ্টিকর্তা!
যিনি স্বয়ং প্রাণের সৃষ্টি করেন মাতৃগর্ভে।
বাবা!
যিনি স্বয়ং মুখ্য ভূমিকা পালন করেন প্রাণ সৃষ্টিতে।
মা!
যিনি দশমাস দশদিন গর্ভে বহন করে।
হরমোন!
যা শরীরের মাঝে ঘটায় নানা তারতম্য।
কার! দায়ভার কার!
কে পারবে উত্তর দিতে এক বৃহন্নলার দুর্বিষহ জীবনধারার!