কুয়াশাচ্ছন্ন শীতের-
প্রভাত বেলা!
যতোদূর যাচ্ছে আঁখি শুধুই কুয়াশা।
নির্মল শীতল বাতায়ন-
তবু আকাশের বিশাল গভীর থেকে গভীরে;
যাচ্ছে পাখিরা উড়ে গেয়ে সুমধুর স্বরলিপি।
শীতের শীতল পরশ রেখেছে করে আছন্ন।
পা করছে স্পর্শ শিশির ভেজা ঘাস!
চলেছি একাকী নেই পাশে কেউ তবু-
হাতটি আমার-
রেখেছে ধরে আরেকটি হাত অনুভূতির আবেশে।
আছি নাকি তাঁর একান্ত অনুভূতির ভুবনে!
তাঁর অনুভূতি যদি নাইবা পেলো পূর্ণতা-
তবু থাকবো তো তাঁর সম্মুখে একটু না হয় আড়াল হয়ে।
সেই একান্ত অনুভূতি থাকুক না শুধুই তাঁর হয়ে-
আমায় নিয়ে!
কিছু অনুভূতি জাগতিক অনুভূতির উর্ধে।
তাইতো সেই অনুভূতিগুলো-
একান্ত অনুভূতি!