“প্রভাতে আশার বর্তিকা”


নিস্তব্ধ বিষণ্ণ রাতের আঁধার কেটে;
ফুটেছে আকাশের বুকে বৈশাখের নতুন সূর্য।
আজ সূর্য যেন হয়ে আছে একদম নিশ্চুপ-নেই বৈশাখের সচরাচর সেই উত্তাপ।
নেই কোলাহল, শুধুই নিস্তব্ধতা আর বিষণ্ণতা।
আকাশের বুকে আপন খেয়ালে “কা কা” করে উড়ে গেল এক দুটি কাক।
আরো একটু দূরের দৃষ্টিতে হচ্ছে আলোকপাত একঝাক পাখি যাচ্ছে উড়ে দূর থেকে দূরে।
মনের আয়নায় ভেসে উঠছে বৈশাখের রঙ্গিন কিংবা বিষাদের স্মৃতিমালা।
হৃদয়ে অনুভূত হয় ভালবাসার মানুষটি-খুনসুটি আর ভালবাসার মুহূর্ত!
সাদা লাল পাড়ের শাড়ি; হাতে কাঁচের চুড়ি; মাথায় ফুলের মালা-
দুষ্টুমি করে প্রিয় মানুষটির আলতো মিষ্টি ছোঁয়া গালে।
সবই আজ শুধু হৃদয়ের ক্যানভাসে।
প্রিয় মানুষগুলোকে আজ জানাতে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা শুধুই মোবাইলের মেসেজে-
কিংবা নিতে হচ্ছে গুরুজনদের আশীর্বাদ ফোনালাপে।
কিছুই যে নেই করার এমন পরিস্থিতিতে শুধু প্রার্থনা হৃদয় দিয়ে-
তিনি যেন সকল মানবপ্রাণকে রক্ষা করেন এই বিপদ থেকে!
সেই আশার বর্তিকা হৃদয়ে নতুন আশা যে জাগায়।
জানি সকল আঁধার কেটে আসবে আবার প্রাণের বৈশাখের কোলাহল।
মুখরিত হবে প্রকৃতি খাওয়া-দাওয়া; ঘুরাঘুরি; দুষ্টু-মিষ্টি ভালবাসায়।
এই বছরের এই নিস্তব্ধ বৈশাখের প্রথম দিনটির প্রভাত বেলা শুরু হোক-
“এসো হে বৈশাখ-এসো এসো” গানের সুরে আর হৃদয়ে নতুন;
আশার বর্তিকায় শুভারম্ভ আর বৈশাখের প্রাণ ঢালা শুভেচ্ছা!