ছোট্ট প্রাণ!
আসে ধরিত্রীতে বাবা-মায়ের;
ভালবাসার আবরণ আর মায়ের-
দশ মাস দশ দিনের প্রসব বেদনায়!
আদর আর সোহাগে কেটে যায় বছর তিন।
শুরু হয় জীবনের পাঠদানের "উজ্জ্বল" অধ্যায়।
সেই অধ্যায়ে স্নেহ-মমতার পরশ দেয় বুলিয়ে;
শিক্ষক কিংবা শিক্ষিকা!
কখনো কখনো করেন শাসন "শিক্ষাজীবনের" সেই যাত্রায়।
শিক্ষক কিংবা শিক্ষিকা-
হয়ে উঠেন কখনো বাবা-মা; ভাই-বোন কিংবা বন্ধু;
দিতে প্রেরণা সামনে এগিয়ে যাবার সকল ভয়, সংকোচ কাটিয়ে।
তাইতো বাবা-মায়ের পরে-
সম্মান, ভালবাসা, শ্রদ্ধার স্থান “শিক্ষকের”।
কোন দিন পারেনা বলতে মুখ ফুটে শিক্ষার্থীরা-
"ধন্যবাদ হে! শিক্ষক"!
আপনাদের অনুভবের পরশখানির জন্য।
থাকতে পারি যেন সর্বদা;
আপনাদের অনুভবের পরশখানির ছায়ায়!