রাতের আঁধার কেটে -
দিনের পথচলা।
গোধূলি ক্ষণে রাতের পথচলা।
প্রকৃতি -
পরম মমতায় দেয় আলো, বাতাস,ছায়া।
তবে প্রকৃতি পারেনা -
সব প্রাণকে দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে।
......
আমি, আমার ইস্তিরি, দুই ছাওয়াল -
এই লইয়া আমার সংসার।
দিন কি রাইত -
খাউয়ুন জুটে না পেটে।
পানি খাইয়া পরানে দেই শ্বাসটুকু।
বাবু গো! ভাত দেবা! ভাত!
আমাগো লাইগা না -
দুইটা ছাওয়াল বড্ড কষ্ট পায়;
কান্দুন জুইড়া দেয়।
পারিনা বাপ হইয়া খাউয়ুন দিতে।
বাবু গো! একটু ভাত দেয়া যাও!
পেট পুইরা ভাত দেবান ছাওয়ালগুলো রে।