প্রভাতে এসেছি আমি
সেই পরিচিত কিরণের রবি।
নিদ্রার দ্বার হতে এবার সড়াও
অবগুন্ঠন তুমি।
নীরবে মলিন তব রূপ
ত্যাগ করো ওহে সুন্দরী।
বেলাযে অনেক হলো
পরে আছে সব কাজ তব।
সময় যে আর নেই
এবার সারতে হবে সব কাজ,
একলা হাতে তাই।
শরমে রাঙা ললিত অধর
কি কুন্ঠা রেখেছো হৃদয় মাঝে,
ত্যাগ করো সব আজ
এই চির সত্য রবি কিরণে।