ধূলো জমা প্রাঙ্গনে সন্ধ্যারা ভাষাহীন,
শঙ্খনাদে ভাসে নি কোনোকালে
           ধোঁয়াশার সমারোহে প্রাণ জুড়ে স্তব্ধতা,
শব্দরাজি কেন যে আড়ালে ।।


           ছিন্নভিন্ন ভাবনাগুলো শব্দের খোঁজে গৃহহারা কত
শত রাত্রির চেপে মরা চিৎকারে
           অনন্ত অবকাশও পারে নি দিতে ঠিকানা,
অসহায়তা বিরাজে অন্তরে ।।


          এক পৃথিবী আবেগ ছিল,সময়স্রোতে ক্ষয়েছে তারা
শেষ নিঃশ্বাসে চিরবিরহের ভয়
          এ মহাকালের ঘরে পেলে সেই সুর তলে এসে
সমর্পণেই সর্বহারা প্রাণের লয় ।।