কি হতো আর একটু এই রকমটা হলে?


চামড়া জ্বালানো রোদে অপেক্ষা না করিয়ে ট্রেনটা আর একটু তাড়াতাড়ি এলে
শুকনো বিকেলে হাতটা বাড়িয়ে একটার বদলে চারটে বন্ধু পেলে
ঋতুদের সব দস্তুর ভেঙে অসময়ের মন কেমনে আকাশ গলে চোখের কোলে এলে
হঠাৎ প্রাণে তে মহাপ্রবাহের অংশ হওয়ার অনুভূতি কিছু সৌজন্য বোধে পেলে...


কি হতো এই একটু অন্য রকম হলে !!....