স্বপ্ন বেচে আঁচল কেনো, হৃদয় দিয়ে স্বর
ইটের পাঁজরে রক্ত ঢালো, লক্ষ্মী বাঁধা ঘর।।


ভালোবাসার বচন অনেক,ছন্নছাড়া প্রাণ
বুকের মাঝে বন্যা আছে,এমনি মায়ের টান।।


আঘাতপ্রাপ্ত আমি হঠাৎ, তপ্ত ভীষণ পীড়ায়
রক্ত ছোটে তোমার বুকে,ফিনকি দিয়ে শিরায়।।


অনেক দোষের দোষী আমি,পুণ্য অতি কম
প্রাপ্তি আমার একসমুদ্র, নয়কো মতিভ্রম।।


মা তুই আমার আকাশ কুসুম,তোর আঁচলেই ঠাঁই
মা তুই আমার যোগ্য ভীষণ,যোগ্য আমি তাই।।