রাত্রির সাম্রাজ্যে রেনেসাঁস আসবে অগ্নিশিখার আস্ফালনে,
মানস রাজ্যে মুক্তির আগুন দিকে দিকে ছড়িয়ে পড়বে এক লক্ষ্যভেদি সত্তার কোল বেয়ে,
অমরত্ব লাভের গুনে যে স্মৃতিদের আজ স্পর্ধা এত
তারা একদিন কারারুদ্ধ হবে চেতনা স্তরের এক গভীর অতল অন্ধকূপে,
অমরত্বের গুনে তারা বাঁচবে ঠিকই কিন্তু বাড়তে পারবে না,
বারংবার এদের নৃশংস বেত্রাঘাতে আর বিপর্যস্ত হবে না কোনো পবিত্র রক্তক্ষয়ী উদ্যম,
এদের আসুরিক অত্যাচার চিরতরে আবৃত হবে এক কালজয়ী মৌনতার চাদরে,
একদিন সেই পবিত্র রক্তক্ষয়ী উদ্যম পূজিত হবে প্রেমের পুষ্পবাণে
একদিন আসবেই রেনেসাঁস,
অগ্নিশিখার আস্ফালনে।।