পূর্ণাঙ্গ পুরাতন চির-অক্ষত,
চুপিসারে আপন বেগে বইতে থাকে হতচেতন
বিবেকের অদৃশ্য রক্তধারায়;
হাজার বছর আগে এই চেতনা বারংবার দগ্ধ হয়েছে,
শতদলরূপী স্মৃতির পাপড়িরা ঝলসেছে পুরাতনের ক্ষমাহীন অগ্নিশিখায়;
নিয়তির অভিধানে ভুলের খেসারত দিয়ে প্রকৃতির
সামঞ্জস্যতা মেলানোর হিসাব মেলাতে হয়েছে প্রতিনিয়ত,
বিবেকের স্মৃতিপটে সেই অগ্নিশিখার দাপট কমেছে
আজ বসন্তদূতের আগমনে,
সাদাকালো রামধনুর সিঁথি রাঙছে
আজ সাতরঙা তুলির টানে,
সূর্যমুখীর দিনগুলো আবার ডানা মেলে
ভীষণ বেগে উড়বে আকাশে কৃষ্ণচূড়ার আশীর্বাদে,
হয়তো জড়িয়ে পড়তে এক নতুন
স্মৃতির অমরত্বের ইন্দ্রজালে।।