শেষ ঠিকানা কোথায়??
তা কি বর্তমান এই আধুনিকতায় অধিষ্ঠিত অন্নসংস্থানের সাম্রাজ্যে যা গড়ে উঠেছে এক অধৈর্যকর উন্নয়নী ভাবনার ধাঁচে ?


নাকি তা রয়েছে ফেলে আসা বুকচেরা পিছুটানে যার কারণে নিত্যদিন হৃৎস্পন্দনে বিশৃঙ্খলা বাসা বাধে আর দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য বাড়ে ?


সুদূরে স্থিত এক প্রকান্ড নক্ষত্রের আলো বিতরণের সাথে সাথেই শুরু হয় দৌড়,শেষ ঠিকানায় পৌঁছানোর এক অনবদ্য যাত্রা।।


যাত্রাপথ বড়ই অগোছালো,
কোথাও খাদের অনন্ততা তো কোথাও বিশাল পাথরের চাঁই সগর্বে দন্ডায়মান,
কোথাও শ্রাবণ ঝরে পড়ে এসে
তো কোথাও ধূ ধূ মরুভুমি,
মরুদ্যান দেখা দেয় শুধু মরীচিকার বেশে।।


প্রত্যেকে ছুটে চলেছে সে পথে,সর্বাগ্রে পৌঁছাতে সে মরিয়া
কিন্তু শেষে পৌঁছাবে কোথায়?
সত্যিই কি সেখানে তার তৃষ্ণার পরিসমাপ্তি?
নাকি সেখানে তার জন্যে অপেক্ষারত আর এক নতুন কোনো "শেষ ঠিকানা" ??