বারোমাসিক ব্যস্ততার কাব্যময়তায় ওষ্ঠাগত প্রাণ,
হৃদয়ের অন্তঃকরণে নেই স্বস্তি,
যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে
আসুরিক শক্তির দল প্রতিনিয়ত;
"শান্তি চাই,শান্তি চাই" এর তীব্র আকুতিতে
ক্লান্ত দুচোখ বুজিয়ে আসে,
ভাগ্যচক্রের অটুট নিয়মে আজও মঞ্জুর হয়নি সেই আন্তরিক আবেদন,
নক্ষত্রখচিত রংমহলের লোভে মত্ত হয়ে যে মন ছুটেছিল অপ্সরা-রুপী মরীচিকার পানে,
আজ সেই মন ক্লান্ত-বিষন্ন,
চায়না সে আজ রংমহলের মৌনতা,
আজ সে নূপুরের প্রেম পেতে চায়
চায়না সে আজ কাঁচের শহর,
প্রেয়সীর মনের একরাশ অভিমান পেতে চায়
আকাশ ছোঁয়া পর্বতচূড়া আর তার মন কাড়ে না,
এক আকাশ নিশ্চিন্ততায় ভরা একটা ঘুমের শহর চায় সে,
ভীষণ দক্ষিণা হাওয়ায় স্নাত একটা সন্ধ্যে পেতে চায়;
বিনাশপ্রেমী ইচ্ছেগুলোকে মুক্তির আগুনে আহুতি দিয়ে আজ এক 'মহানির্বাণযজ্ঞ' করতে চায় সে।।