না পাওয়ার বেদনায়,
মন যখন জ্বলতে থাকে এক অসহ্যকর উষ্ণতায়,
হারানো সকাল,পোড়া বিকেল আর মৃত রাত্রির গভীরতায় যখন ক্রমশ দমবন্ধ হয়ে আসে,
মন যখন কাতরে ওঠে বিষাক্ত এক নিঃশ্বাসে,
সান্ত্বনা আর অনুপ্রেরণা গুলো হয়ে ওঠে এক মিথ্যেতম প্রলাপ,
তখন মন চায় কিছু বৃষ্টি পেতে,নতুন সুরের সৃষ্টি পেতে,
আবার বাঁচার ইচ্ছে জাগুক,হাসির টানে হৃদয় ভাসুক,
আর যখন সত্যিই বৃষ্টি আসার,হৃদয় ভাসার উপক্রম হয়,
তখন মাঝের ছোট্ট সময়ের ব্যবধানটা যেন হয়ে ওঠে হাজার অলীক আলোকবর্ষের অসহ্য এক অপেক্ষা,
সত্যিই,সময় বড়ই আপেক্ষিক,
হাসিয়ে রেখে সময় ভোলায়
মিলনের অপেক্ষা মাত্রাধিক।।